মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম | সারাদেশ » লক্ষ্মীপুরে শাশুড়ি হত্যায় পুত্রবধূসহ ৪ জনের ফাঁসি
লক্ষ্মীপুরে শাশুড়ি হত্যায় পুত্রবধূসহ ৪ জনের ফাঁসি
লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে শাশুড়ি জাকেরা বেগমকে হত্যার দায়ে পুত্রবধূ শারমিন আক্তারসহ চারজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহেনূর এ রায় দেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিরা দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাদের ফাঁসির আদেশ দিয়েছেন। তবে রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।
ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত অপর আসামিরা হলেন- সদর উপজেলার কালিবৃত্তি গ্রামের মৃত তরিক উল্যার ছেলে মো. জামাল, মো. নাজিম ও আন্দার মানিক গ্রামের মো. হোসেনের ছেলে জসিম উদ্দিন।
মৃত জাকেরা বেগম সদর উপজেলা তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের প্রবাসী রুহুল আমিনের স্ত্রী ছিলেন।
আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ১৪ জুলাই দিবাগত রাতে আসামিরা জাকেরা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় পরদিন জাকেরার দেবর খুরশিদ আলম বাদী হয়ে চারজনকে আসামি করে সদর মডেল থানায় হত্যা মামলা করেন। এরপর থেকেই আসামিরা পলাতক। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত তাদের বিরুদ্ধে এ রায় দেন।





লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
নৌকার মনোনয়ন চাচ্ছেন আ’লীগ নেতা দুলাল
লক্ষ্মীপুরে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত
প্রশংসা, ভালোবাসায় মানবিক ইউএনও’র বিদায়
কমলনগর আ’লীগ- সভাপতি ওয়াহেদ, সম্পাদক রিপন
কমলনগরে আনসার ভিডিপি’র ঈদ সামগ্রী বিতরণ
আবারও জলোচ্ছ্বাসে ভাসছে রামগতি-কমলনগর
চট্টগ্রামে ২৪ জন হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড
আওয়ামী লীগের সম্পাদক মন্ডলির সদস্য হলেন. ফরিদুন নাহার লাইলী