ব্লাউডহীন মিথিলা এক কথায় অনবদ্য
![]()
বিনোদন ডেস্ক : কেটে গিয়েছে দীর্ঘ প্রায় ৬ মাস। দুজন ছিলেন দুপ্রান্তে । শেষমেষ স্বাধীনতা দিবসই মিলিয়ে দিল ভালবাসার দুই মানুষকে। ১৫ আগস্ট সীমান্ত পাড়ে দেখা করলেন সৃজিত-মিথিলা। ভারতের স্বাধীনতা দিবসের দিন বাংলাদেশ থেকে সীমান্ত পার করে এপার বাংলায় শ্বশুরবাড়ির দেশে চলে এলেন অভিনেত্রী তথা সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা। সমালোচনা যেন কিছুতেই পিছু ছাড়ছে না মিথিলা। বাংলাদেশি অভিনেত্রী হওয়ার পাশাপাশি সৃজিত ঘরণী হওয়ার পর যেন তাকে নিয়ে কৌতুহলের শেষ নেই নেটিজেনদের।
সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে বোল্ড লুকে ধরা দিলেন ওপার বাংলার মডেল অভিনেত্রী রাফিয়াদ রশিদ মিথিলা। আলোআধারিতে সম্পূর্ণ হট লুকে নিজেকে মেলে ধরেছেন অভিনেত্রী। এরকম হট মুভসে সৃজিত পত্নীকে দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের।
পোশাক বলতে গায়ে শুধু একটা শাড়ি। ব্লাউডহীন মিথিলা এক কথায় অনবদ্য। ছবির সঙ্গে জীবনানন্দ দাশের কবিতার কয়েক লাইন তুলে ধরেছেন অভিনেত্রী। জীবনানন্দের বনলতা যেন ‘আলোআধারি’ মিথিলা। মিথিলা লিখেছেন, ‘সব পাখি ঘরে আসে— সব নদী, ফুরায় এ-জীবনের সব লেনদেন; থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। জীবনানন্দ দাশ’। মুহূর্তের মধ্যে ছবিটিতে লাইকের বন্যা বয়ে গেছে। এবং তার পাশাপাশি নেতিবাচক মন্তব্যে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়ায় পাতা। তবে ছবিটি কী মিথিলা আগামী কোনও ছবি বা ওয়েব সিরিজের পোস্টার তা জানা যায়নি। বর্তমানে মিথিলা মেয়ে আইরাকে নিয়ে শ্বশুরবাড়িতেই আছেন।
ভি-বানী/ডেস্ক






এভিটোয়া’র সভাপতি সাদেক, সম্পাদক বাবলু, দপ্তর সাজু
বৃষ্টির ফোটা…
‘মোহ্ কাটিয়েছে তার’
অভিনয়ে দর্শক প্রশংসায় তমা মির্জা
ঈদের শুভেচ্ছা জানান ভাইস চেয়ারম্যান শিলা
ঈদের শুভেচ্ছায় আ’লীগ নেতা সাজু
ঈদুল আজহা’র শুভেচ্ছায় সাবেক সংসদ আশরাফ উদদিন নিজান
“ডেইলি ভোরের বাণী” পরিবারে ঈদুল আজহা’র শুভেচ্ছা
শারীরিক অক্ষম স্বামী তাই বিবাহ বিচ্ছেদ সানাই
কন্ঠ শিল্পী নোবলকে তালাক দিলেন সালসাবিল