শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

Bhorer Bani
শনিবার, ১৯ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » জাতীয় | সারাদেশ » রায়পুরে গ্রাম পুলিশের মানবেতর জীবন যাপন
প্রথম পাতা » জাতীয় | সারাদেশ » রায়পুরে গ্রাম পুলিশের মানবেতর জীবন যাপন
৭৫৩ বার পঠিত
শনিবার, ১৯ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রায়পুরে গ্রাম পুলিশের মানবেতর জীবন যাপন

---

 

 

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

দিনের পর দিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়লেও বেতন বাড়েনি গ্রামাঞ্চলে আইনশৃঙ্খলার কাজে নিয়োজিত গ্রাম পুলিশদের। মাত্র ৬ হাজার ৩শ টাকা বেতনের চাকরির কারণে সংসারে চাকা থমকে যাচ্ছে তাদের। দ্রব্যমূল্যের বাজারে অর্থের অভাবে জীবন প্রদীপ নিভে যাওয়ার অবস্থা উপজেলার ১০টি ইউনিয়নের শতাধিক চৌকিদার দফাদারের।

 

দীর্ঘ চাকরি জীবনের শেষে কোন অর্থ-কড়ি না পেয়ে রোগে শোকে ভুগে মারা যাচ্ছে। অনেকেই জীবন বাঁচাতে পেশা ছেড়ে অন্য পেশায় যোগ দিচ্ছে। গ্রামীণ জনপদে আইনশৃঙ্খলার কাজেই নিয়োজিত অতন্দ্র প্রহরী এ গ্রাম পুলিশ।

গ্রামাঞ্চলে এদেরকে কেউ চৌকিদার বলে, কেউ বলে দফাদার ও মহলাদার। লক্ষ্মীপুরে ৫০ টি ইউনিয়নের ৭৬৫টি গ্রামে আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত রয়েছে প্রায় ৫ শতাধিক জন মহল্লাদার ও দফাদার। একজন গ্রামপুলিশকে দিনের বেলায় গ্রামের একাধিক দেন-দরবারে উপস্থিতি থেকে শুরু করে বাদী- বিবাদীকে বাড়ি থেকে ডেকে আনাসহ ইউপি চেয়ারম্যান-মেম্বারদের অসংখ্য আদেশ-নির্দেশ পালনের পাশাপাশি রাতে সমাজ বিরোধী আর চোর-ডাকাতের হাত থেকে গ্রামবাসীকে রক্ষা করার দায়িত্বে নিয়োজিত থাকতে হয়।

এছাড়া তাদের ওপর প্রতি সপ্তাহে উপজেলায় এসে পুলিশের কাছে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিশদ রিপোর্ট করতে হয়। অথচ এত কঠোর দায়িত্ব পালনের পরও মাস শেষে একজন গ্রাম পুলিশ (মহল্লাদার) বেতন পায় ৬ হাজার ৩ শ টাকা আর দফাদার বেতন পায় ৭ হাজার টাকা। অনেক আন্দোলন-সংগ্রামের পর তাদের এ বেতন শুরু হয়েছে।

এ বেতনের অর্ধেক দেয় সরকার আর অর্ধেক ইউনিয়ন পরিষদ। বর্তমান দব্যমূল্যের বাজারে একটি পরিবারের ভরণ-পোষণ করা যেখানে সম্ভব হচ্ছে না, সেখানে এ স্বল্প পরিমাণ বেতনের টাকাও বকেয়া পড়ে রয়েছে অনেকের। এ অবস্থায় তাদের জীবনযাপন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদের অধীনে গ্রামীণ হাটবাজার ইজারা ও হোল্ডিং ট্যাক্সের টাকা থেকে মহল্লাদার ও দফাদারদের বেতন ভাতা পরিশোধ করার কথা। কিন্তু এ বছর হাট-বাজার ইজারা দেয়া হলেও ইউনিয়ন পরিষদ থেকে মহল্লাদার ও দফাদাররা মাসিক বেতন-ভাতাদি পাচ্ছে না। দিনের পর দিন ইউপি চেয়ারম্যানের কাছে ধরনা দিয়েও বকেয়া বেতনের টাকা আদায় করা সম্ভব হচ্ছে না।

এ ছাড়া প্রতিবছর ইউনিফর্ম, জুতা, মোজা, ক্যাপ ও বেজ দেয়ার কথা থাকলেও তা সঠিক সময়ে সরবরাহ করা হয় না। ফলে মহল্লাদার ও দফাদারগণ মলিন ইউনিফর্ম ছেঁড়া-ফাটা জুতা, ছাতা ও টর্চ লাইটবিহীন অবস্থায় গ্রামীণ জনপদে কাজ করতে হচ্ছে। তাদের স্বল্প বেতন পরিবারের জন্য আরো বোঝা হয়ে দাঁড়িয়েছে। এ স্বল্প বেতন দিয়ে তারা না পারছে সংসার চালাতে না পারছে সন্তান-সন্ততিদের লেখাপড়াসহ ভরণ-পোষণ দিতে। এ অবস্থায় তাদের জীবনযাপন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। কয়েক দফা আন্দোলনের পর তাদের বেতন হয়েছে এখন ৬ হাজার ৩শত টাকা। আরো বাড়াবে সরকার এ আশায় এখনও হাল ধরে আছে অনেক গ্রাম পুলিশ।

তাদের চাকরি ৪র্থ শ্রেণীর কর্মচারীদের মতো অন্তর্ভুক্ত হবে এ আশায় অনেকেই কাজ করে চলেছে। গ্রাম পুলিশের বর্তমান অসহায় অবস্থার কথা বিবেচনায় এনে তাদের বেতন-ভাতা বৃদ্ধিসহ মাস শেষে সরকারি-বেসরকারি অংশের বেতন-ভাতা নিয়মিত পরিশোধ করে তাদের জীবন মান উন্নয়নে কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন এ দাবি রায়পুরের গ্রাম পুলিশদের। গ্রাম পুলিশদের জেলা সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাংলাদেশ জার্নালকে বলেন, দীর্ঘদিন আন্দলন করে এখন বেতন পাই ৬হাজার, যাতায়াত ভাতা পাই সপ্তাহে ৩০০ টাকা এ বেতন দিয়ে কোনোমতে একজন চলতে পারে। আর পরিবারের অন্য সদস্যদের নিয়ে আমরা খুব অসহায় অবস্থায় রয়েছি।

লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ কাজী শহিদুল ইসলাম পাপুল আমাদেরকে একটি করে বাই সাইকেল দিয়েছে, এতে করে আমাদের কাজ করতে অনেক উপকার হয়েছে। আমরা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানায় আমাদের যেন বেতন বৃদ্ধি করে আমাদের পরিবার পরিজনকে বাচাঁতে সাহায্য করেন।



আর্কাইভ

কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা
জামালপুরে যুবলীগের তারুণ্যর জয়যাত্রা সমাবেশের প্রস্তুতি সভা
সরিষাবাড়ীতে জনতার সাথে মতবিনিময় করেন প্রকৌশলী মাহবুব হেলাল
ঈদের শুভেচ্ছা জানান ভাইস চেয়ারম্যান শিলা
ঈদের শুভেচ্ছায় আ’লীগ নেতা সাজু
“ডেইলি ভোরের বাণী” পরিবারে ঈদুল আজহা’র শুভেচ্ছা
কমলনগরে স্মার্ট ভূমিসেবায় চালু হয়েছে গ্রাহক সেবা