শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

Bhorer Bani
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » আন্তর্জাতিক | বিনোদন » রিয়াকে শারীরিক অত্যাচার, ধর্ষণেরও হুমকি!
প্রথম পাতা » আন্তর্জাতিক | বিনোদন » রিয়াকে শারীরিক অত্যাচার, ধর্ষণেরও হুমকি!
৫৮৭ বার পঠিত
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রিয়াকে শারীরিক অত্যাচার, ধর্ষণেরও হুমকি!

 ---

বিনোদন ডেস্ক-

সুশান্ত মামলায় মাদক যোগে সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। কাউকে ভালোবেসে মূল্য দিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন এই অভিনেত্রী, এমনটাই জানিয়েছিলেন রিয়ার আইনজীবী। এদিকে রিয়া গ্রেপ্তার হওয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুশান্ত ভক্তরা বেশ খুশি হয়েছেন; এমন প্রতিক্রিয়ায় দেখা যাচ্ছে। তবে এরমধ্যে রিয়ার পাশে দাঁড়িয়েছেন বলিউডের বেশক কয়েকজন তারকা।

এদিকে রিয়া গ্রেপ্তার হওয়ার পর তার জামিনের জন্য আবেদন করা হলেও আদালত তা নাকচ করে রিয়াকে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন। গতকাল শুক্রবার চূড়ান্ত শুনানি হওয়ার কথা থাকলে সেখানেও রিয়ায়র জাবিনের আবেদন ফের নাকচ করে দেয় আদালত। একইসঙ্গে তার ভাই শৌভিক চক্রবর্তী-সহ অন্য অভিযুক্তদের জামিনের আবেদনও খারিজ করে দেওয়া হয়। সেশন কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) দাবি করে, এই মুহূর্তে রিয়াকে জামিনে ছাড়া হলে তিনি প্রভাবশালী যোগাযোগ কাজে লাগিয়ে তথ্যপ্রমাণ নয়-ছয় করতে পারেন।

জামিনের আবেদনের সময় অভিযোগ আনা হয়, তার থেকে জোর করে মাদক গ্রহণের ব্যাপারে স্বীকারোক্তি নেওয়া হয়েছে। রিয়া জানান, জেলে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। তাকে শারীরিক অত্যাচার এবং ধর্ষণের ভয় পর্যন্ত দেখানো হয়েছে বলে দাবি অভিনেত্রীর। মানসিক এবং শারীরিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন বলে জানান ২৮ বছর বয়সি অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে প্রকাশিত রিয়ার অভিযোগ, টানা ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের সময় তাকে কোনও রকম ভাবেই আইনি পরামর্শ নেওয়ার জন্য তার আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। বাড়ি থেকে জামাকাপড় এলেও তা ফিরিয়ে দেওয়া হয়।

আপাতত রিয়া বাইকুল্লা জেলে রয়েছেন। এনসিবি-র দাবি, জেরায় রিয়া স্বীকার করেন, তিনি সুশান্তকে মাদকের জোগান দিতেন। কেন্দ্রীয় সংস্থার দাবি, তিনি ড্রাগ সিন্ডিকেটের সদস্য। এনসিবি-র পাশাপাশি সিবিআই এবং ইডি এই ঘটনার তদন্ত চালাচ্ছে। ইতিমধ্যেই এমস-এ সুশান্তের ভিসেরা ফের পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, বিষক্রিয়ায় তাঁর মৃত্যু ঘটেছে কিনা জানার জন্য।

আপাতত ১৪ দিন রিয়া বাইকুল্লার জেলেই থাকবেন। শীতাতপনিয়ন্ত্রিত কক্ষের নরম বিছানায় নয়, আপাতত জেলখানার মেঝেতে বিছানো চাটাইয়ে ঘুমাতে হচ্ছে রিয়াকে। বেশ কিছু ভারতীয় গণমাধ্যমে বলা হয়, জেলে স্থানান্তর করে রাতেই রিয়াকে সেখানকার নারী সেলে পাঠানো হয়। বর্তমানে সেখানে ১ নম্বর সেলে রাখা হয়েছে তাকে। সেখানে স্বাভাবিক নিয়মে জেল কর্তৃপক্ষের দেওয়া সবজি ও ডাল–রুটি খান। মেঝেতে চাটাইয়ে ঘুমিয়ে রাত কাটিয়েছেন তিনি।

গত ১৪ জুন মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে তরুণ বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ও চূড়ান্ত তদন্তে আত্মহত্যাই বলা হয়েছে। তবে শুরু থেকেই ‘সুশান্তের মৃত্যুর তদন্ত সিবিআই করুক’—নানা মহল থেকে এমন দাবি উঠেছিল। এরপর শীর্ষ আদালতের নির্দেশে একযোগে মামলার তদন্তে নামে সিবিআই।



কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা
জামালপুরে যুবলীগের তারুণ্যর জয়যাত্রা সমাবেশের প্রস্তুতি সভা
সরিষাবাড়ীতে জনতার সাথে মতবিনিময় করেন প্রকৌশলী মাহবুব হেলাল
ঈদের শুভেচ্ছা জানান ভাইস চেয়ারম্যান শিলা
ঈদের শুভেচ্ছায় আ’লীগ নেতা সাজু
“ডেইলি ভোরের বাণী” পরিবারে ঈদুল আজহা’র শুভেচ্ছা
কমলনগরে স্মার্ট ভূমিসেবায় চালু হয়েছে গ্রাহক সেবা