পর্ণ ব্যবসার অভিযোগে গ্রেফতার গহনা
![]()
উঠতি মডেল ও অভিনেত্রীদের দিয়ে অশ্লীল ভিডিও বানিয়ে চালানো হচ্ছিলো পর্ণ ওয়েবসাইট। এমন অভিযোগেই গ্রেফতার করা হলো অভিনেত্রী গহনা বশিষ্ঠকে। গহনা বলিউডের নির্মাতা একতা কাপুরের ‘গান্দি বাত’র একজন অভিনেত্রী হিসেবে বেশ সমাদৃত।
পুলিশ সূত্রে খবর, গহনা বশিষ্ঠ যে পর্ণ ওয়েবসাইটটি চালাচ্ছিলেন, তাতে তিনি ৮৭টি অশ্লীল ভিডিও আপলোড করেন। যে গ্রাহকরা ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করতেন তাদের ২ হাজার টাকা করে দিতে হতো।
অভিযোগের প্রমাণ হাতে পেয়ে অবশেষে ৭ ফেব্রুয়ারি মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ গ্রেফতার করলো গহনাকে।
জি নিউজ বাংলা জানায়, আজ রোববারই আদালতে তোলা হবে গহনাকে। সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে বেশকিছু মডেল, অভিনেত্রী এবং প্রযোজনা সংস্থা এই পর্ণ র্যাকেডের সঙ্গে যুক্ত। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, তিন জনের কাছ থেকে অভিযোগ পেয়ে এই পর্ণোগ্রাফি চক্রের খোঁজ চালাচ্ছিলো তাঁরা। জোর করে পর্ণ ছবিতে অভিনয় করতে বাধ্য করা হয়েছে, পুলিশের কাছে এমন অভিযোগ জমা পড়েছিলো।
মালাডের গ্রিন পার্ক বাংলোতে হানা দিয়ে গেল শনিবার পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। ইয়াসমিন বেগ খান ওরফে রোওয়া (প্রযোজনা ও পরিচালনা), প্রতিভা নালাওয়াড়ে (গ্রাফিক ডিজাইনার), মনু গোপাল দাস জোশি (অভিনেতা), ভানুসূর্যায়াম ঠাকুর (সহকারী) এবং মহম্মদ আসিফ (ক্যামেরাম্যান)- নামের পাঁচজনকে গ্রেফতারের পর জেরায় উঠে আসে গহনার নাম।






এভিটোয়া’র সভাপতি সাদেক, সম্পাদক বাবলু, দপ্তর সাজু
বৃষ্টির ফোটা…
‘মোহ্ কাটিয়েছে তার’
অভিনয়ে দর্শক প্রশংসায় তমা মির্জা
ঈদের শুভেচ্ছা জানান ভাইস চেয়ারম্যান শিলা
ঈদের শুভেচ্ছায় আ’লীগ নেতা সাজু
ঈদুল আজহা’র শুভেচ্ছায় সাবেক সংসদ আশরাফ উদদিন নিজান
“ডেইলি ভোরের বাণী” পরিবারে ঈদুল আজহা’র শুভেচ্ছা
শারীরিক অক্ষম স্বামী তাই বিবাহ বিচ্ছেদ সানাই
কন্ঠ শিল্পী নোবলকে তালাক দিলেন সালসাবিল