গায়িকা থেকে নায়িকা, সরব অভিনয়ে!
![]()
সঙ্গীতশিল্পী সুবাহর প্রথম মৌলিক গান ‘চল মেলায় যাইরে’ প্রকাশিত হয়েছিল আরও দুই বছর আগে।
ওইসময় পহেলা বৈশাখ উপলক্ষ্যে প্রয়াত সেলিম খানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘সঙ্গীতা’র ইউটিউব চ্যানেল থেকে সুবাহর গানটি প্রকাশিত হয়েছিলো। যেহেতু এই গানটি পহেলা বৈশাখ উপলক্ষ্যে বৈশাখের দুদিন আগে প্রকাশিত হয়েছিলো, তাই বৈশাখের গান হিসেবে এটি ছিলো বেশ আলোচনায়।
তবে গায়িকারূপে সুবাহর পথচলা হলেও ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিলো নায়িকা হবার। তারই ধারাবাহিকতায় সুবাহ ২০১৯ সালে একটি সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে নাম লেখান নায়িকা হিসেবে।
এরপর এরই মধ্যে সুবাহ নায়িকারূপেই শেষ করেছেন রফিক শিকদারের ‘বসন্ত বিকেল’ ও আব্দুল মান্নান পরিচালিত ‘মন বসেছে পড়ার টেবিলে’। এছাড়াও তিনি জয় সরকারের পরিচালনায় ‘ওল্ড ইজ গোল্ড’ নামের একটি নাটকের কাজও শেষ করেছেন।
নাটকটিতে অভিনয় করা প্রসঙ্গে সুবাহ বলেন, আসলে এই নাটকে কাজ করার একমাত্র কারণ হচ্ছে, এতে আমার বিপরীতে অভিনয় করেছেন জাহিদ হাসান।
তবে গায়িকা হিসেবে সুবাহর পথচলা শুরু হলেও একজন গায়িকা হিসেবে তিনি নিজেকে একেবারে দূরে সরিয়ে নেননি। গত বছরের শেষপ্রান্তে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে আরমান আলিফের গাওয়া ‘ঠিকানা দিব না’ শিরোনামের গানটি। এতে তিনি কণ্ঠ না দিলেও মডেল হিসেবে অভিনয় করেছেন। গান থেকে দূরে থাকলেও গানের মিউজিক ভিডিওতে নিজের উপস্থিতি রেখেও গানের সাথে সম্পৃক্ত থেকেও সন্তুষ্ট থাকছেন তিনি। তবে সুবাহ এখন অভিনয়ই বেশি উপভোগ করছেন।
চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে সুবাহ বলেন, ‘অভিনয় জীবনের শুরুতে পরিবার থেকে বাধ্যবাধকতা ছিলো। তবে এখন মা আমার পাশে বলেই চলচ্চিত্রে অভিনয় করে যেতে পারছি। এখন অভিনয়ই আমার পেশা। আমার কাছে ভালো ভালো গল্পের সিনেমা আসছে। ভালো ভালো নাটকের স্ক্রিপ্টও আসছে। তবে একটু বুঝে শুনে কাজ করতে চাচ্ছি।
সুবাহ বলেন, আমার বিশ্বাস এই বছরটা আমাদের চলচ্চিত্রের সার্বিক পরিস্থিতি আবার ঘুরে দাঁড়াবে। আমি আমার অবস্থান থেকে অভিনয়ে সেরাটাই দিতে চাই। আমার বিশ্বাস, প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান থেকে সেরাটা দিলে আগামীদিনের চলচ্চিত্র আবার ব্যবসায় জমজমাট হয়ে উঠবে।






এভিটোয়া’র সভাপতি সাদেক, সম্পাদক বাবলু, দপ্তর সাজু
বৃষ্টির ফোটা…
‘মোহ্ কাটিয়েছে তার’
অভিনয়ে দর্শক প্রশংসায় তমা মির্জা
ঈদের শুভেচ্ছা জানান ভাইস চেয়ারম্যান শিলা
ঈদের শুভেচ্ছায় আ’লীগ নেতা সাজু
ঈদুল আজহা’র শুভেচ্ছায় সাবেক সংসদ আশরাফ উদদিন নিজান
“ডেইলি ভোরের বাণী” পরিবারে ঈদুল আজহা’র শুভেচ্ছা
শারীরিক অক্ষম স্বামী তাই বিবাহ বিচ্ছেদ সানাই
কন্ঠ শিল্পী নোবলকে তালাক দিলেন সালসাবিল