কমলনগর কলেজে চুরি
![]()
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায়”কমলনগর কলেজ”র অফিস কক্ষের তালা ভেঙ্গে চুরির ঘটনার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি করেন অধ্যক্ষ আরিফ হোসেন। শুক্রবার(২৩ সেপ্টেম্বর) উপজেলার চর লরেন্স এলাকার” কমলনগর কলেজ”র এমন ঘটনা ঘটে।
এসময়, অধ্যক্ষ আরিফ হোসেন জানান, সকালে কলেজের অফিস সহায়ক আব্দুস সালাম ফোনে চুরির বিষয়টি তাকে অবহিত করেন। তিনি অন্যান্য শিক্ষকদের নিয়ে কলেজে গিয়ে দেখেন অফিস কক্ষের তালা ভাঙ্গা, দরজা খোলা, ভিতরে স্টীলের লকার ভাঙা, অফিসের প্রয়োজনীয় কাগজপত্রগুলো এলোমেলো ভাবে পড়ে রয়েছে। কোন প্রয়োজনীয় কাগজপত্র বা অন্য কিছু চুরি হয়েছে কি না দেখা হচ্ছে। তবে কে বা কাহারা এমন ন্যাক্কারজনক কাজ করেছে। তার কোন হদিস মিলেনি। তিনি চুরির বিষয়ে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করেছেন। ডিজি নং ১০৫৩।
তিনি আরও জানান, এরআগে, কলেজের পানির কল ভেঙে নিয়ে গেছে। কলেজের সামনে আম গাছের বাগান ছিল, রাতের আধাঁরে কারা যেন গাছগুলো পিলারসহ ভেঙে দেয়। শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে যারা এগুলো করে তারা সমাজের ভালো লোক নয়। তাদের প্রতি নিন্দা জানাচ্ছি।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলাইমান জানান, কমলনগর কলেজ অফিস কক্ষের চুরির বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্তে করতে এসআই মো.আনিসকে নির্দেশ দেয়া হয়েছে।
এসআই মো.আনিস জানান, চুরির বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেছে। তবে কে বা কাহারা করেছে তা তদন্ত চলছে।
ভী-বাণী/ডেস্ক/ আমু






কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
ইউপি সদস্য হয়ে সেজে গেলেন চেয়ারম্যান..! দেন কাগজপত্রে সই সীল
বন্যায় ত্রান সহায়তায় মানবিকতার পরিচয় দিচ্ছে ইউএনও সুচিত্র
রামগতিতে ইয়াবাসহ শাহাজাহান মাঝি আটক
রামগতির অপহরণ স্কুল ছাত্রী নোয়াখালী থেকে উদ্ধার
রামগতিতে নবাগত ওসি’র যোগদান
কমলনগরে ডাক্তারের বিরুদ্ধে মামলা “বাদির রহস্যজনক বক্তব্য”
লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপার তারেক বিন রশিদ
পুলিশের এসআই পদে নিয়োগ
রামগতিতে গুদামঘর থেকে লক্ষাধিক চিংড়ি পোনা জব্দ করে অবমুক্ত