লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপার তারেক বিন রশিদ
![]()
লক্ষ্মীপুর প্রতিনিধি : জনপ্রশাসন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের তথ্যমতে লক্ষ্মীপুরের নতুন এসপি (পুলিশ সুপার) হিসেবে নিয়োগ পেলেন মোহাম্মদ তারেক বিন রশিদ। তিনি বর্তমান পুলিশ সুপার মো.মাহফুজ্জামান আশরাফের স্থলাভিষিক্ত হবে। সোমবার (১৭জুলাই) এ সংক্রান্ত আদেশ জারি করেন জন প্রশাসন বিভাগ।
এর আগে তিনি ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটে উপ-পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করেন। তার সহধর্মিনী হুমায়রা পারভীনও ঢাকা মহানগর পুলিশে উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত আছেন।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের বিজ্ঞপ্তিতে লক্ষ্মীপুরের বর্তমান পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পুলিশ সুপার করা হয়েছে।
জানা যায়, মোহাম্মদ তারেক বিন রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন। এরপর অস্ট্রেলিয়ার সিডনির ম্যাকুয়ারি ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন। ২০০৬ সালে ২৫তম বিসিএস এর মাধ্যমে পুলিশ ব্যাচে যোগদান করেন।
ভী-বাণী/আমু






কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
ইউপি সদস্য হয়ে সেজে গেলেন চেয়ারম্যান..! দেন কাগজপত্রে সই সীল
বন্যায় ত্রান সহায়তায় মানবিকতার পরিচয় দিচ্ছে ইউএনও সুচিত্র
রামগতিতে ইয়াবাসহ শাহাজাহান মাঝি আটক
রামগতির অপহরণ স্কুল ছাত্রী নোয়াখালী থেকে উদ্ধার
রামগতিতে নবাগত ওসি’র যোগদান
কমলনগরে ডাক্তারের বিরুদ্ধে মামলা “বাদির রহস্যজনক বক্তব্য”
পুলিশের এসআই পদে নিয়োগ
রামগতিতে গুদামঘর থেকে লক্ষাধিক চিংড়ি পোনা জব্দ করে অবমুক্ত