রামগতির অপহরণ স্কুল ছাত্রী নোয়াখালী থেকে উদ্ধার
![]()
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে চরআলগী ইউনিয়নের সুফিরহাট মডেল স্কুলের নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের তিন দিন পর নোয়াখালীর মাইজদী বাজার এলাকা থেকে পুলিশ উদ্ধার করে। মঙলবার(১২সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করে রামগতি থানা ইনচার্জ ওসি মো.সাইফুদ্দিন আনোয়ার।
পরিবার সূত্রে জানা যায়, গত রবিবার সকালে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে স্থানীয় বখাটে রাজু, সাগর তার সহযোগিদের নিয়ে স্কুল ছাত্রীকে অপহরণ করেন। স্থানীয় থানায় অভিযোগ দিলে তিনদিন পরে নোয়াখালীর মাইজদী বাজার এলাকা থেকে তাকে পুলিশ উদ্ধার করে।
তারা আরও জানান, অপহরণকারীরা স্কুল ছাত্রীকে প্রতিনিয়ত প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ডিস্টার্ব করত। তাকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করত..। কয়েকবার তাদের পরিবারে নালিশ করেও শূরাহ্ হয়নি।
রামগতি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুদ্দিন আনোয়ার জানান, এব্যাপারে ওই ছাত্রীর বাবা মো. মনির বাদী হয়ে রাজু ও সাগরসহ ছয়জনের নাম উল্লেখ করে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে অভিযান চালিয়ে স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। মেডিকেল করাতে স্কুল ছাত্রীকে আদালতে প্রেরণ করা হয়েছে।






কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
ইউপি সদস্য হয়ে সেজে গেলেন চেয়ারম্যান..! দেন কাগজপত্রে সই সীল
বন্যায় ত্রান সহায়তায় মানবিকতার পরিচয় দিচ্ছে ইউএনও সুচিত্র
রামগতিতে ইয়াবাসহ শাহাজাহান মাঝি আটক
রামগতিতে নবাগত ওসি’র যোগদান
কমলনগরে ডাক্তারের বিরুদ্ধে মামলা “বাদির রহস্যজনক বক্তব্য”
লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপার তারেক বিন রশিদ
পুলিশের এসআই পদে নিয়োগ
রামগতিতে গুদামঘর থেকে লক্ষাধিক চিংড়ি পোনা জব্দ করে অবমুক্ত