শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

Bhorer Bani
শনিবার, ৭ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » রাজনীতি » আগামী সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ আসনে জোট নিয়ে বিপাকে আ’লীগ-বিএনপি
প্রথম পাতা » রাজনীতি » আগামী সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ আসনে জোট নিয়ে বিপাকে আ’লীগ-বিএনপি
২৪০ বার পঠিত
শনিবার, ৭ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আগামী সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ আসনে জোট নিয়ে বিপাকে আ’লীগ-বিএনপি

---

লক্ষ্মীপুর প্রতিনিধি : দিন দিন জাতীয় সংসদ নির্বাচনের সময় গনিয়ে আসছে। শুরু হয়েছে ক্ষমতা পাওয়ার সমীকরণ। কে হবে আগামীর বাংলাদেশ। রাজপথ দখলে চলছে ক্ষমতার বাহাদুরি। জমে উঠেছে সারাদেশে নির্বাচনী বৈরি বাতাস। মাঠ দখলে প্রধান দু ‘ দল ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি। দেশের প্রধান বিরোধী দল বিএনপি টানা তিনবার ক্ষমতার বাহিরে থেকে ক্ষমতা দখল নিতে রাজপথে করছে আন্দোলন। আওয়ামী লীগ টানা তিনবার ক্ষমতায় থেকে চর্তুথ বার ধরে রাখতে মরিয়া।

এদিকে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ও জাতীয়তাবাদী দল বিএনপি’র একাধিক প্রার্থী দৌড়-ঝাপ শুরু করে দিয়েছে। প্রচার-প্রচারণায় সরকার দলীয় প্রার্থীদের সাথে পাল্লা দিচ্ছে প্রধান বিরোধী দল বিএনপি। তবে আওয়ামী লীগ এবং জাতীয়তাবাদী দল বিএনপি ছাড়াও জোট নিয়ে বিপাকে দলীয় নেতা-কর্মীরা। তারা জোটের প্রার্থী থাকায় ক্ষোভ প্রকাশ করেন।

সূত্রে জানা যায়, স্বাধীনতার পর থেকে এ আসনটিতে আওয়ামী লীগের চেয়ে সংসদ নির্বাচনে এগিয়ে রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। লক্ষ্মীপুর-৪ আসন থেকে একাদশ জাতীয় নির্বাচন পর্যন্ত বিএনপি ৪, জাসদ ২ এবং আ’লীগ ২ বার সংসদ সদস্য নির্বাচিত হন। আসনটিকে বিএনপি’র দূর্গ হিসাবে চিহ্নিত করা হয়। লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনটি বিএনপি’র ঘাটি হিসেবে বেশ পরিচিত। তবে আসনটিতে সবচেয়ে মহামারি মেঘনার ভাঙন। দীর্ঘ তিন-চার যুগেরও বেশি সময় ধরে মেঘনার ভাঙনে জর্জরিত এখানকার সাড়ে সাত লাখ মানুষ। প্রতিবার প্রার্থীদের প্রদান নির্বাচনী ইশতেহার হয় মেঘনার ভাঙন রোধে কাজ।

গত দশ-একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের টানা জয়ে রাজনীতির মাঠে বিএনপি’র শক্ত অবস্থান ধরে রাখতে প্রচার-প্রচারণায় মরিয়া ধানের শীষের প্রার্থীরা। অন্যদিকে নৌকা প্রতিকে প্রার্থী হতে রাজনীতির মাঠে পাল্লা দিয়ে প্রচার-প্রচারনায় ব্যস্থ হচ্ছে আ’লীগের একাধিক প্রার্থী।

সরকার দলীয় একাধিক প্রার্থীদের মধ্যে আ’লীগ জোটের বিকল্পধারা বাংলাদেশ এর মহা সচিব বর্তমান সংসদ সদস্য মেজর(অবঃ)আব্দুল মান্নান, সাবেক সংরক্ষিত সংসদ সদস্য, কেন্দ্রীয় আ’লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলী, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সাবেক মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও মহানগর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তাসভিরুল হক অনু, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুজ্জাহের সাজু সরকারের উন্নয়ন মুলক প্রচার-প্রচারণায় ব্যস্থ সময় পার করছেন। জাতীয় পাটি থেকে একক প্রার্থী আবুল কালাম আজাদ।

এদিকে দীর্ঘদিনের ঘাটি উদ্ধার করতে মরিয়া জাতীয়তাবাদী দল বিএনপি জোট। মাঠে প্রচার-প্রচারণায় একক প্রার্থী হিসেবে আলোচনায় সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি’র সহ শ্রম ও বানিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদদীন নিজান। এছাড়াও বিএনপি জোট থেকে সাবেক মন্ত্রী ও সমাজতান্ত্রিক দল (জাসদ) এর সভাপতি আ স ম আব্দুর রব আলোচনায় রয়েছেন।

জাতীয় নির্বাচনকে ঘিরে আসনটিতে সরকার দলীয়দের প্রচার-প্রচারণায় বিলবোর্ড, প্লেকার্ড, পোস্টার, ব্যানারে ছেড়ে গেছে অলি-গলি। অন্যদিকে মাঠে প্রচার-প্রচারণায় নেতা-কর্মীদের মধ্যে সাড়া ফেলার চেষ্টা করছে বিএনপি জোট।

স্থানীয় নেতা-কর্মীদের সাথে আলোচনা করলে তারা জানান, আ’লীগ-বিএনপি’র টানাটানিতে জোটের প্রার্থীরা এগিয়ে রয়েছে। আ’লীগের জোটের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মেজর (অব:) আব্দুল মান্নান আসনটিতে নৌকা এবং গত নির্বাচনে বিএনপি জোট থেকে আ স ম আব্দুর রব ধানের শীষ প্রতিক পেতে পারেন। এদিকে জোট ছাড়া দলীয় প্রার্থীদের এলাকায় নেতা-কর্মীদের সাথে আলাপ-আলোচনা ও দৌড়-ঝাপ দেখা যাচ্ছে। তবে জোটের প্রার্থী নিয়ে বিপাকে দলীয় নেতা-কর্মীরা।

তথ্য সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনটিতে স্বাধীনতার পর ১৯৮৬ সাল থেকে একাধিক দলের সংসদ সদস্য প্রার্থী হলেও জাতীয়তাবাদী দল বিএনপি’র ঘাটি হিসেবে বেশ পরিচিত। বিএনপি জোট থেকে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ সময় বিএনপি নির্বাচনের বাহিরে থাকায় আ’লীগ টানা দু’বার নৌকা প্রতিক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ-বিএনপি’র হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এদিকে জোট নিয়ে দু’দলের নেতা-কর্মীদের মধ্যে ভিন্নমত পরিলক্ষিত হচ্ছে।

আ’লীগের বর্তমান সংসদ সদস্য মেজর আব্দুল মান্নান বলেন, জোট গত সিদ্ধান্তে আগামী দ্বাদশ নির্বাচনের নৌকা মনোনয়ন পেতে কাজ করছি। সরকারের উন্নয়ন জনগণের সামনে তুলে ধরছি। মেঘনার ভাঙনে বড় বাজেটে কাজ চলছে। আগামীর লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) মেঘনার পাড় হবে বড় পর্যটক জোন।

সাবেক ছাত্রলীগ নেতা ও কেন্দ্রীয় মহানগর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তাসভিরুল হক অনু বলেন, দলের নেতা-কর্মীরা এবং জননেত্রী শেখ হাছিনা চাইলে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে প্রার্থী হতে পারি। নৌকা প্রতিকে সংসদ সদস্য হয়ে মানুষের সেবা করতে সুযোগ চাচ্ছি।

কেন্দ্রীয় উপ-কমিটির সম্পাদক মো.আব্দুজ্জাহের সাজু বলেন, দীর্ঘদিন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে জনগনের সাথে সরকারে উন্নয়ন নিয়ে কাজ করছি। নৌকার মনোনয়ন প্রার্থী হিসেবে সবার দোয়া চাচ্ছি।

বিএনপি’র একক প্রার্থী সাবেক সদস্য সদস্য এবিএম আশরাফ উদদীন নিজান বলেন, লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) বিএনপি’র একক ঘাটি হিসেবে বেশ পরিচিত। গত দু’বার সংসদ সদস্য নির্বাচনে সরকার ভোট বিহীন নির্বাচন করেন। সম্পূর্ণ পাতানো নির্বাচন দিয়ে ভোটের রাজনীতিকে জনগণের কাছে প্রশ্নবৃদ্ধ করেন। সরকারের নিরপেক্ষ নির্বাচন দিতে রাজপথে আন্দোলন করছে দেশের আপাময় জনগন ও প্রদান বিরোধী দল বিএনপি। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি জোট ধানের শীষ প্রতিকে নির্বাচনে অংশ নিবে। তখন দলের সিদ্ধান্তে নির্বাচন করা হবে।
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের জাতীয় পাটির প্রধান সমন্বয়ক, সাবেক জেলা জাতীয় পাটির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক, দশম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পাটির একক প্রার্থী হিসেবে লাঙন প্রতিকে ভোট করতে সবার দোয়া চাচ্ছি।

ভী-বাণী /ডেস্ক/আমু



আর্কাইভ

কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা
জামালপুরে যুবলীগের তারুণ্যর জয়যাত্রা সমাবেশের প্রস্তুতি সভা
সরিষাবাড়ীতে জনতার সাথে মতবিনিময় করেন প্রকৌশলী মাহবুব হেলাল
ঈদের শুভেচ্ছা জানান ভাইস চেয়ারম্যান শিলা
ঈদের শুভেচ্ছায় আ’লীগ নেতা সাজু
“ডেইলি ভোরের বাণী” পরিবারে ঈদুল আজহা’র শুভেচ্ছা
কমলনগরে স্মার্ট ভূমিসেবায় চালু হয়েছে গ্রাহক সেবা