সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » বিবিধ » রামগতি-কমলনগর বিএনপির নেতা-কর্মীদের কঠোর নির্দেশনায় সাবেক সংসদ আশরাফ উদদিন নিজান
রামগতি-কমলনগর বিএনপির নেতা-কর্মীদের কঠোর নির্দেশনায় সাবেক সংসদ আশরাফ উদদিন নিজান
♦এবিএম আশরাফ উদদিন নিজান তার সংসদীয় আসন(রামগতি-কমলনগর) উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন,
♦প্রিয় নেতৃবৃন্দ, দলের নির্দেশ অগ্রাহ্য করে যে বা যাহারা এখনো দখলদারিত্ব বহাল রেখেছেন,পরিবর্তিত পরিস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে দলীয় প্রভাব খাটিয়ে কাহারো জায়গা জমি ব্যাবসায়িক প্রতিষ্ঠান দখল করে। নিজেদের আধিপত্য বিস্তার করেছেন বা করার পায়তারা করছেন। তাদের বিরুদ্ধে দলের পক্ষ থেকে কঠিন সিদ্ধান্ত গ্রহনের ঘোষণা কার্যকর চিন্তা চুড়ান্ত করা হয়েছে। দলের সিদ্ধান্ত অমান্য কারীগনের বিরুদ্ধে দল থেকে আজীবনের জন্য বহিষ্কারসহ আইনের হাতে সোপর্দ করার মতো কঠিন সিদ্ধান্ত গ্রহনের নির্দেশ প্রধান করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে সারা দেশে গৃহীত সিদ্ধান্ত কার্যকর করার দৃশ্যমান ব্যবস্থা জোরদার করা হবে।
♦উপজেলা বিএনপি ও এর অধিনস্থ সকল ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা- কর্মীদেরকে নির্দেশ ক্রমে কঠিন ভাবে সতর্ক করছি। অনতিবিলম্বে চাঁদাবাজি দখলদারীত্বের মতো অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত হয়েছেন বা হওয়ার পায়তারা করছেন। তিনি যত বড় নেতা-ই হোন না কেন, তার বিরুদ্ধে দলীয় ও আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
♦কেন্দ্রীয় সিদ্ধান্ত যথাযথ ভাবে কার্যকর করা থেকে একচুলও পিছু হটার কোন সুযোগ নেই। শৈথিল্যতা প্রদর্শনের প্রমাণ পেলে সেসকল শাখা নেতৃবৃন্দের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে সংগঠন দু’বার ভাববে না। এটাই কেন্দ্রীয় বিএনপির স্পষ্ট বার্তা। পরিশেষে সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
♦প্রিয় নেতা-কর্মীবৃন্দ, সংগঠনের এই সিদ্ধান্ত সহজ ভাবে দেখলে ভুল করবেন। আমার সন্তান এর চেয়ে আপনাদেরকে অনেক বেশি ভালবাসি। দয়া করে আমাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করবেন না। সময়ের সাথে ধৈর্য্য ধারণ করুন-ইনশাআল্লাহ আগামীর পথ সুগম হবে।
ধন্যবান্তে-
এবিএম আশরাফ উদদিন নিজান
সাবেক সংসদ সদস্য-লক্ষ্মীপুর-৪(রামগতি-কমলনগর), সাবেক চেয়ারম্যান- মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটি, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি বিএনপি…
ভী-বাণী/আমজাদ আমু