শিরোনাম:
ঢাকা, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১

Bhorer Bani
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » বিবিধ » কমলনগরে পিডাইন্না জালে কমিশন বানিজ্য, আড়তদারগণ জড়িতের অভিযোগ
প্রথম পাতা » বিবিধ » কমলনগরে পিডাইন্না জালে কমিশন বানিজ্য, আড়তদারগণ জড়িতের অভিযোগ
২১৫ বার পঠিত
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে পিডাইন্না জালে কমিশন বানিজ্য, আড়তদারগণ জড়িতের অভিযোগ

---

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে মাছ ঘাট ও নদী দখল নিয়ন্ত্রণ পরিবর্তনে সিরিয়াল, কমিশন বাণিজ্য আধিপত্য বিস্তারে অবৈধ পিডাইন্না জাল(বেড়জাল) দিয়ে মাছ ধরে কমিশন বানিজ্য করার অভিযোগ উঠে স্থানীয় মাছ ঘাটের গদি আড়তদারগণের বিরুদ্ধে। আধিপত্য বিস্তারে মারামারি ও সংঘর্ষের ঘটনাও ঘটে।

পিডাইন্না জালে মাছ ধরে কমিশন বানিজ্য হচ্ছে, কালু মাঝি জানান, মাতাব্বর হাট মাছ ঘাটে পিডাইন্না জালে মাছ ধরেন। মাছগুলো বিভিন্ন গদিতে বেচা-কেনা হয়। এতে ১০-১৫শতাংশ কমিশন দিতে হচ্ছে। বিগত ৫-৬বছর ভোলার দৌতুলখাঁ থেকে এখানে মাছ ধরছি। কোন সমস্যা হয়নি, এখন স্থানীয়ভাবে জামাল মাঝির লোকজনের সাথে মারামারি হয়। এতে তার বেশ কিছু জেলে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন।

তিনি আরও জানান, গত কয়েক বছর মাতাব্বর হাট মাছ ঘাটে আওয়ামী লীগ নেতা জিহাদের নিয়ন্ত্রণে মাছ ধরেন। গত কিছু দিন ঘাটের দখল ও আড়তদারদের মধ্যে কমিশনের টাকার ভাগ ভাটোয়ারা নিয়ে আধিপত্য বিস্তার শুরু হয়। জিহাদ না থাকায় ঘাটের আড়তদার মফিজ মাতাব্বর, খলিল মেম্বার, মনির মেম্বার, মো. বাবুল, মো. আলম, আকতার সিকদারের মাধ্যমে নদীতে মাছ ধরছি।তবে ৫আগস্টের পর কয়েকদিন আজাদ মাতাব্বরের মাধ্যমে মাছ ধরেছি, এখন তিনি নেই।

ইব্রাহিম খলিল মেম্বার জানান, জিহাদের আড়তে থাকা আলমের সহযোগিতায় জামাল মাঝির লোকজন কালু মাঝির জেলেদের ওপর হামলা চালান। মফিজ মাতাব্বর জানান, জিহাদের আড়তে থাকা ৫-৬টা পিডাইন্না জাল (বেড় জাল) আলমসহ আমরা ৬-৭ জন আড়তদার নিয়ন্ত্রণ করি।

জামাল মাঝি জানান, তিনি জিহাদের আড়তে মাছ বিক্রি করতেন। গত কিছুদিন যাবত ঘাটে ৬-৯)৭ জন আড়তদার জিহাদের ব্যবসায় থাকা জালগুলোর নদীতে মাছ ধরার সিরিয়াল দিচ্ছে না। ঘাটে পিডাইন্না জালে (বেড় জাল) মাছ বেশি ধরা যায়। দীর্ঘদিন ভোলার ৫-৬ জন মাঝি মাতাব্বর হাট ঘাটের পিডাইন্না জাল (বেড় জাল) দিয়ে মাছ ধরে। হঠাৎ আড়তদার মফিজ মাতাব্বর, খলিল মেম্বার, মনির মেম্বার, মো.বাবুল, আকতার সিকদার, এরা জিহাদের কোন জেলেকে নদীতে মাছ ধরতে দিচ্ছে না। আমি স্থানীয় হওয়ায় তাদের কমিশন দিতেছি না। ভোলার জেলে-মাঝিরা তাদের ১০-২০ শতাংশ কমিশন দেয়। যার কারণে ঘাটের আড়তদাররা ভোলার জেলেদের মাছ ধরার সিরিয়াল সবসময় দেয়।

স্থানীয় জনৈক ব্যক্তি জানান, মাতাব্বর হাট মাছ ঘাটের পিডাইন্না জাল (বেড় জাল) ও আড়তের কমিশন নিয়ন্ত্রণে আওয়ামী লীগ নেতা জিহাদের আধিপত্য ছিল। হঠাৎ সরকার পরিবর্তনের পরপর বেড় জাল ও আড়তের কমিশন নিয়ন্ত্রনে নেন মফিজ মাতাব্বর, খলিল মেম্বার, মো. বাবুল, মো.মনির মেম্বার, আকতার সিকদারসহ কিছু আড়তদার। এরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছে। প্রতিদিনের মাছ আড়তের বিক্রির ১০-২০ শতাংশ কমিশন এদের দিতে হয়।

তিনি আরও জানান, বিএনপির কোন লোকজন এখন ঘাটের নিয়ন্ত্রনে নেই। যারা রয়েছে তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত রয়েছে। ৫আগস্ট সরকার পতনের পর বিএনপির লোকজন ঘাটের নিয়ন্ত্রণ নিলে স্থানীয় বিএনপির নেতারা তা বন্ধ করেন দেন। তবে অন্ধকারে কেউ থাকতে পারে কি না জানা নেই।

মো. আলম জানান, পিডাইন্না জাল (বেড় জাল) ও ঘাটের দায়িত্বে ছিল জিহাদ। সরকার পরিবর্তনের পর ঘাটে থাকা আড়তদাররা জেলে ও মাঝিদের ভাগ করে নেয়। এতে কমিশন নিয়ে ঝামেলা তৈরি হয়। জিহাদের জেলেদের নদীতে নামতে বিভিন্ন রকম বাঁধা দিচ্ছে।

মো.জিহাদ জানান, বেড় জাল ও জেলেদের নদীতে মাছ ধরা, বিক্রি সবই ছিল। হঠাৎ সরকার পতনের পর যাদের নাম এসেছে তারা ঘাটের নিয়ন্ত্রণ নেয়। তারা জেলে ও আড়তদার থেকে শতকরা ২০ শতাংশ কমিশন নিচ্ছেন। তবে ঘাটের ব্যবসার সাথে তিনি এখন জড়িত নন।

উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য্য সাহা জানান, পিডাইন্না জাল বলতে কোন জাল নেই, তবে এটা হচ্ছে বেড়জাল যা নদীতে সম্পূর্ণ অবৈধ। বেড় জাল দিয়ে নদীতে মাছ ধরা যাবে না। যারা এসব ব্যবহারে মাছ ধরাচ্ছে তাদের আইনের আওতায় আনা হবে।

এ বিষয়ে কমলনগর থানা ইনচার্জ (ওসি) সাইফুদ্দিন আনোয়ার জানান, পিডাইন্না জাল নিয়ে মাছ ধরতে কোন মারামারি বা ঝামেলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা
জামালপুরে যুবলীগের তারুণ্যর জয়যাত্রা সমাবেশের প্রস্তুতি সভা
সরিষাবাড়ীতে জনতার সাথে মতবিনিময় করেন প্রকৌশলী মাহবুব হেলাল
ঈদের শুভেচ্ছা জানান ভাইস চেয়ারম্যান শিলা
ঈদের শুভেচ্ছায় আ’লীগ নেতা সাজু
“ডেইলি ভোরের বাণী” পরিবারে ঈদুল আজহা’র শুভেচ্ছা