মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » বিবিধ » কমলনগরে পূর্বালী ব্যাংক’র বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধন
কমলনগরে পূর্বালী ব্যাংক’র বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধন
ইমরান হোসাইন টিপু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে পূর্বালী ব্যাংকের তত্ত্বাবধানে বৃক্ষ রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(২৮অক্টোবর) সকালে উপজেলা হাজির হাট ইউনিয়নের আলী হোসেন সড়কে বৃক্ষ রোপন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সূচিত্র রন্জন দাস, কৃষি কর্মকর্তা শাহিন রানা, বন কর্মকর্তা মো.কামরুল ইসলাম, নোয়াখালী ব্যাংকের ডিজিএম মো.মাঈনুল ইসলাম, সিনিয়র পিন্সিপাল কর্মকর্তা মো.জাহাঙ্গির আলম, লক্ষ্মীপুর জেলা ব্যবস্থাপক আকবর হোসেন, সিনিয়র কর্মকর্তা মো.নুর নবী, কমলনগর শাখা ব্যবস্থাপক ফরহাদ হোসেন, প্রেসক্লাব সভাপতি ইউছুফ আলী মিঠু, সম্পাদক মুছা কালিমুল্লাহ, দেশ-রুপান্তর সংবাদদাতা, আমজাদ হোসেন আমু,আমার সংবাদের প্রতিনিধি মো.ফয়েজ, ‘এইদিন এইসময়’ প্রতিনিধি মোশারফ হাওলাদারসহ প্রমুখ।
ব্যবস্থাপক ফরহাদ হোসেন জানান, উপকূলীয় চরান্চলে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপনের উদ্যোগ নেন দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান পূর্বালী ব্যাংক পিএলসি। কমলনগরে আলী হোসেন সড়ক, কালা মসজিদ সড়ক, চর ককাদিরা আশ্রয় প্রকল্পের গন কবর সড়কে ২শ নারিকেল গাছ রোপন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রন্জন দাস জানান, সবুজ বনায়ন ও উপকূলীয় এলাকায় কাঁচা সড়কে পূর্বালী ব্যাংকে সুন্দর এবং ভালো উদ্যোগ গ্রহন করেন। রামগতি-কমলনগরে ৬০০ নারিকেল গাছ রোপন করা হয়েছে।ব্যাংকের উদ্যোগকে স্বাগত জানান তিনি।
ভী-বাণী/ডেস্ক