শত বছরের গ্রামীণ সড়কের বেহাল দশা, জনজীবনে দুর্ভোগ
![]()
লক্ষ্মীপুর প্রতিনিধি; লক্ষ্মীপুরের কমলনগরে গ্রামীণ সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার জুম্মার নামাজের পর উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের জাগরণী স্কুল সড়ক প্রকাশ( আমানিয়া সড়ক)র আশপাশের বাসিন্দারা এ মানববন্ধন করেন। মানববন্ধনে আসলাম চৌকিদার জামে মসজিদের মুসল্লীসহ ওই এলাকার প্রায় ৫শতাধিক মানুষ অংশ নেয়।
এলাকাবাসীর দাবি, দীর্ঘ ১০০ বছর থেকে আমানিয়া সড়ক নামে পরিচিত এ সড়ক দিয়ে যাতায়াত করছেন তারা। গত ৩০ বছর আগে এ সড়ক ইটের সলিং হয়। দীর্ঘ দিন থেকে ইটের সলিং নষ্ট হয়ে গিয়ে এ সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। প্রতিদিন এ সড়ক দিয়ে দুই ইউনিয়নের হাজার হাজার মানুষ উপজেলা সদর হাজিরহাট বাজার এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করে। সড়ক পাকাকরণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরে বারবার আবেদন করেও কোন কাজ হয়নি। তাই তারা নিরুপায় হয়ে মানববন্ধন করেন। এ ছাড়াও দ্রুত এ সড়ক পাকাকরণ না হলে লাগাতার আন্দোলনের হুশিয়ারিও দেন তারা।
জামাল হোসেন দাবি করেন, রাতে এবং দিনে এ সড়ক দিয়ে যাতায়াত খুবই অসম্ভব হয়ে পড়ছে। যাত্রী এবং এলাকা বাসী অন্য সড়ক ঘুরে যাতায়াত করছে। দীর্ঘ ৩০বছর সড়কটি মৃত্যুর কূপে পরিনত হয়েছে। শিক্ষার্থীরা, বৃদ্ধরা যাতায়াতে মারাত্মক হুমকিতে পড়ছে। মাঝেমধ্যে মারাত্মক দূর্ঘটনায় পড়ছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, হাজিরহাট ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য খোরশেদ আলম, প্রগ্রেসিভ লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লি: এর এএমডি ও ওই এলাকার বাসিন্দা জামাল হোসেন মামুন, লক্ষ্মীপুর জজকোর্টের আইনজীবী এমরান হোসেন নিখিল, হাজিরহাট বাজার পরিচালনা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রহমান মঞ্জুর, বিএনপি নেতা সাহাব উদ্দিন ও আরমান হোসেন প্রমূখ।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আবদুল কাদের মুজাহিদ বলেন, আমি নতুন এসেছি এ সড়ক সম্পর্কে আমার কোন ধারণা নেই। সড়কটির আইডি হয়ে থাকলে আমাদের নির্বাহী প্রকৌশলীর আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।






বিরল রোগে আক্রান্ত বন্ধু ‘ইউছুফ’ বাঁচতে চায়
নৌকা মেরামতে ব্যস্ত শাহে আলম মাঝি
জ্বরঠোসা কেন হয়..? তার প্রতিকার
সোম এবং বৃহস্পতিবার রোজার ফজিলত
মানব দেহের পেশিতে টান, সমস্যা ও সমাধান
অভিনেত্রী মার্সি’র ইসলাম গ্রহন
যেসব নারীদের বিয়ে করা হারাম
রোজা’র ফজিলত সম্পর্কে ধারণা
গল্পটা পরিবর্তনের, একটু একটু করে এগিয়ে যাওয়ার - ইউএনও সুচিত্র