কড়া দুধের চা চান ফরিয়া!
সময়ের আলোচিত টিভি অভিনেত্রী শবনম ফারিয়া। সোশ্যাল মিডিয়ার কল্যাণে মাঝে মধ্যেই খবরের শিরোনাম হন। এবারও ফেসবুকের কল্যাণে শিরোনাম হলেন।
শনিবার দুপুরে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস পোস্ট করেন ফারিয়া। তার সেই স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এক ঘণ্টার মধ্যেই সেই পোস্টে প্রায় ২ হাজার লাইক এবং ১৭টি শেয়ার হয়। বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য তার সেই স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো-
চুলা খালি নাই! তিন চুলায়ই মাংস!
আম্মুকে সাহস করে বলতেও পারতেছি না , “চা চাই” !
এক কাপ চায়ের জন্য কলিজাটা শুকায় গেছে!!!
বললাম, আর দেখা গেল গরুর কলিজার সাথে আম্মু আমার কলিজাও ছোট ছোট কুচি করা আলু দিয়ে ভুনা করে ফেলছে!!!
রিস্ক নেয়া যাবে না ভাই …
অনলাইনে এক কাপ কড়া দুধ চা অর্ডার করার কোন উপায় নাই?