আনপ্রফেশনাল কোম্পানি চেনার ১০ উপায়
বাংলাদেশে কিছু কিছু আনপ্রফেশনাল এক মালিকানা বা বহু মালিকানা কোম্পানি রয়েছে। যেগুলোতেও আবেদন করতে সাবধানতা অবলম্বন করতে হবে। যদিও ভুলক্রমে চাকরি হয়েই যায় এবং যদি নিচের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়, তখন ধরে নিতে পারেন যে, আপনি ভুল জায়গায় পা দিয়েছেন। তখন তাদের নিয়ম অনুযায়ী চাকরিটা ছেড়ে দিতে পারেন। যদি বেতন বাকি থাকে তাহলে পরবর্তীতে লেবার মিনিস্ট্রির মাধ্যমে আইনগতভাবে মোকাবেলা করতে পারেন। যাহোক এ রকম সমস্যায় পতিত কিছু লোকের ইন্টারভিউ নিয়ে আনপ্রফেশনাল কোম্পানির নিচের বৈশিষ্ট্যগুলো পাওয়া যায়।
১। প্রয়োজনে ছুটি দেবে না।
২। টাইম মতো বেতন দেবে না।
৩। কারণ ছাড়াই বকা-বকি করবে।
৪। আপনার বিরুদ্ধে পলিটিক্স করবে।
৫। কাজ না করার মিথ্যা অপবাদ দেবে।
৬। বেতন চেয়ে নিতে হবে বা কিস্তিতে দেবে।
৭। সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রাখবে।
৮। ভালো কাজে প্রশংসা না করে বরং অপমান করবে।
৯। সকাল ৯টা থেকে বিকাল/সন্ধ্যা ৫-৬টা পর্যন্ত অফিস টাইম বললেও রাত ৭-৮/৯টা পর্যন্ত কাজ করে নিবে।
১০। চাকরি থেকে রিজাইন দেওয়ার পরে, কর্মীদের ফাইনাল সেটেলমেন্ট বা বিভিন্ন ফান্ডের টাকা দিতে চাইবে না অথবা গরিমসি করবে।
নোট: ‘Bangladesh Labour Law’ অনুযায়ী ‘এক মাস পূর্ণ হবার পরবর্তী মাসের সাত কর্ম দিবসের মধ্য বেতন পরিশোধ করতে হবে। তাই যখন দেখবেন উপরোক্ত বিষয়গুলো মিলে গেছে এবং অষ্টম দিনেও বেতন দিচ্ছেজ না। তখন ধরে নিবেন এই কোম্পানিটি আনপ্রফেশনাল। তবে কোম্পানির পলিসি অনুযায়ী ভিন্ন হতে পারে।






প্রকাশিত সংবাদের প্রতিবাদ
খুঁইজেন না বয়ফেন্ডের লগে আছি-নিখোঁজ তরুনী
কমলনগরে সড়ক দূর্ঘটনায় সিএনজি চালক নিহত
কমলনগরে মহিলা দলের ঐতিহাসিক বর্ণাঢ্য শোভাযাত্রা
অধ্যক্ষের বিরুদ্ধে বই বিক্রির অভিযোগ, কমলনগরে সাংবাদিকদের সাথে অধ্যক্ষের মতবিনিময়
কমলনগরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কমলনগরে রাতভর জেলেকে নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩
পাঁচ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু
দেশের মানুষ পিআর পদ্ধতি চায় না : বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম
কমলনগরে স্বেচ্ছাসেবক দলের র্যালী ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম