সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক » রেমিট্যান্স যোদ্ধা কামাল মেম্বারদের স্বপ্ন কফিনে-ই থেকে যায়
রেমিট্যান্স যোদ্ধা কামাল মেম্বারদের স্বপ্ন কফিনে-ই থেকে যায়
![]()
লক্ষ্মীপুর প্রতিনিধি : বিদেশের মাটিতে কঠোর প্ররিশ্রম করে অর্থ উপার্জন করে পরিবার-পরিজনকে পাঠাতেন কামাল মেম্বার। সে ছিল দেশ এবং পরিবারের রেমিট্যান্স যোদ্ধা। হাড়ভাঙা পরিশ্রম ছিল টাকা আয় করার একমাত্র সম্বল। দেশ থেকে আত্মীয় স্বজন ছেড়ে বিদেশ থাকা কতটা কষ্টের সেটা তাদের দেখলে বুঝা যেত। তবে শত কষ্টের তাদের মুখের হাঁসি বন্ধ হয় না। কাজ শেষে যখন আয়ের অর্থটা হাতে পেত তখন পৃথিবীর সকল কষ্ট শেষ। শত স্বপ্ন-আশা নিয়ে বহুপথ পাড়ি দেয়া কোন রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু সত্যি হতাশার।
রেমিট্যান্স যোদ্ধা কামাল হোসেন(মেম্বার) বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা চর কালকিনি ইউপি’র সফিক হাওলাদার বাড়ি। বাবা সফিক হাওলাদার। কামাল হোসেন একসময় চর কালকিনি ইউপি’র নির্বাচিত সদস্য ছিলেন। পরিবার-পরিজনের মুখে হাঁসি ফোটাতে বিদেশের মাটিতে পা রাখেন।
গত দু’মাস পূর্বে সৌদি আরবে হঠাৎ হ্নদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন। তিনি সৌদিতে বেশ কয়েক বছর ছিলেন। গতকাল(৪ সেপ্টেম্বর) রাতে দেশের মাটিতে তার মরদেহ পৌঁছে। এবং পারিবারিক কবরস্থানে চর কাদিরা সফিক হাওলাদার বাড়িতে তার মরদেহ দাফন করা হবে জানা যায়।
কামাল মেম্বারদের আদি বাড়ি মেঘনার ভাঙনে বিলীন হয়ে গেছে। তাদের বাড়ির নামে আলাদা বাজার ছিল। যার নাম সফিকগন্জ বাজার। মেঘনার ভাঙনে পুরো পরিবার নি:স্ব। এখন আবারও কামালকে হারিয়ে পরিবার-পরিজন হতাশ আর ছন্নছিন্ন। পরিবারে কামালের এক স্ত্রী, দু’ছেলে, মা-বাবা ও ভাই-বোন সহ একাধিক আত্মীয় স্বজন রয়েছে।
রেমিট্যান্স যোদ্ধা কামাল মেম্বারদের স্বপ্ন-আশা সবি কফিনে-ই থেকে যায়। শুধু নিবৃত্তে তারা হারিয়ে যায়।
ভী-বাণী /ডেস্ক/আমু





খিদের জ্বালায় দেহ বিক্রি করছে চিকিৎসক
একের পর এক হিজবুল্লাহর আঘাতে তছনছ হচ্ছে ইসরায়েল, জরুরি অবস্থা ঘোষণা (ভিডিও)
বাংলাদেশি জায়েদ’র গোল্ড অ্যাওয়ার্ড অর্জন
৫১ শতাংশ শিশু’র বিয়ে হয় বাংলাদেশে দাবি করেন ইউনিসেফ
বিশ্বকে তাক লাগালেন রাজ্জাক
মেসিরা আসছে বাংলাদেশে
কাতার বিশ্বকাপে দামি মডেল গানিম আল মুফতাহ্
বিদেশী বউ ঘরে তুলে সুখি-অসুখি দম্পতি যারা
রাস্তার ছেলে থেকে ‘লৌহমানব’ পুতিন