শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » রাজনীতি | সারাদেশ » লক্ষ্মীপুরে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ১৫
লক্ষ্মীপুরে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ১৫
![]()
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরের ফজুমিয়ারহাটে আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহতরা হলেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল বাঙালি, আওয়ামী লীগ নেতা মহিব উল্যা শিপন, ছাত্রলীগ নেতা শুভ ও রাকিব এবং ইউনিয়ন যুবদলের সভাপতি আকরাম হোসেন সাহেদ, ছাত্রদল নেতা মোহাম্মদ উল্যা রাজু, হেলাল, আনোয়ার, আরজু হাওলাদার, যুবদল নেতা দুলাল হাওলাদার, মানিক।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে উপজেলার চরকাদিরা ইউনিয়নের ফজুমিয়ারহাট বাজারে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় লোকজন জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চরকাদিরা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা ফজুমিয়ারহাট বাজারে পদযাত্রা করে। তারা বাজারে কয়েকবার পদযাত্রা শেষ করে বক্তব্য দিতে গেলে আওয়ামী লীগের লোকজন তাদের বাঁধা দেয়। এ সময় এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চর কাদিরা ইউনিয়ন যুবদলের সভাপতি আকরাম হোসেন সাহেদ বলেন, আমরা পদযাত্রা শেষ করে বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে দুই পক্ষের লোকজনের মধ্যে মারামারি শুরু হয়। এতে আমাদের ১০ থেকে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অন্যদিকে চরকাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম সাগর বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা শান্তি সমাবেশ করছিল। এসময় বিএনপির লোকজন যুবলীগ নেতা মিজানুর রহমান সোহেল বাঙালির উপর নৃশংসজনকভাবে হামলা করে। এতে তার মাথা ফেটে যায়। এ ঘটনায় আমাদের আরও ৪-৫ জন নেতাকর্মী আহত হয়েছে।
এদিকে, উপজেলা পাটোয়ারীর হাট, চৌধুরী বাজার এলাকাতেও ইক্ষিপ্ত-বিক্ষিপ্ত ঘটনার খবর পাওয়া গেছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, আমি ঘটনাস্থলেই আছি। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
ভী-বাণী /ডেস্ক





গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
প্রয়াত বাবু’র স্মরণ সভায় হুইল চেয়ার বিতরণ করেন বীথিকা হোসাইন
লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপির একক প্রার্থী আশরাফ উদদিন নিজান
আওয়ামী নির্যাতনে ১০০মামলার দায়িত্বে ছিলেন বিএনপির সাবেক সংসদ নিজান
রামগতি-কমলনগরে বিপ্লব ও সংহতি দিবসের বিএনপির জনসভা
আ’লীগের বাকশাল থেকে শহীদ জিয়া’র মুক্তির “বিপ্লব ও সংহতি” দিবস
কেন্দ্রের চিঠিতে বিএনপিতে ক্ষোভ
আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার
বিএনপি লুটপাট-চাঁদাবাজির রাজনীতি করে না - আমির খসরু
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম