‘মোহ্ কাটিয়েছে তার’
![]()
রাতের খেয়ালীপনায়, আবেগের মোহে
বিবেকহীন সম্পর্কে জড়িয়েছো..।
কত বছর পর সত্যটা উন্মেচন
যখন আর পিছু ফিরে তাকাবার নয়।
হ্নদয়ের স্পর্শ শুধু হাহাকার
তুমি আমি নির্বাক, নিশ্চুপ..।
নিয়তির হিসেব কষা বড়ই বেমালুম
সঙ্গতা আর নি:সঙ্গতা দুটো-ই অনুতপ্ত..।
তুমি গেলে চলে, কেন এলে ফিরে
মরীচিক্য দেহে নেই যে মন ঘরে।
বাহিরের ধ্যান আর রাতে অনিন্দ্রা
ভোর হলে হারিয়ে যায় জগৎ হীন অচেনায়..।
আশা হারিয়েছে তার-ই মত
ধরনীর তরে আপেক্ষিক মোহ্।
রাত্রী জেগে স্বপ্ন দেখা
সকালে স্বপ্ন আছড়ে পড়া।
কাচেঁর মত টুকরো টুকরো দেহ
মনকে করে শুধু -ই শীতল।
কি হবে আর…!
যদি নাই বা পেলুম তোমায়..!
ভালো থেকো অচেনা শহরে
খোঁজে নিও নিজেকে আমার তরে..।
বিদায়ে সন্ধীক্ষণে, তুমি হবে আষাঢ়ের বর্ষায়
টিপটিপ বৃষ্টির ফোটায় জমিয়ে জমিয়ে বরফ।
যা কোন কাজে হয়ত আসবে না…
থাকবে স্মৃতির গতরে..। হবে শুধুই রুক্ষদ্বার…
…আমজাদ হোসেন আমু...লেখক……….






এভিটোয়া’র সভাপতি সাদেক, সম্পাদক বাবলু, দপ্তর সাজু
বৃষ্টির ফোটা…
অভিনয়ে দর্শক প্রশংসায় তমা মির্জা
ঈদের শুভেচ্ছা জানান ভাইস চেয়ারম্যান শিলা
ঈদের শুভেচ্ছায় আ’লীগ নেতা সাজু
ঈদুল আজহা’র শুভেচ্ছায় সাবেক সংসদ আশরাফ উদদিন নিজান
“ডেইলি ভোরের বাণী” পরিবারে ঈদুল আজহা’র শুভেচ্ছা
শারীরিক অক্ষম স্বামী তাই বিবাহ বিচ্ছেদ সানাই
কন্ঠ শিল্পী নোবলকে তালাক দিলেন সালসাবিল