শিরোনাম:
ঢাকা, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ন ১৪৩২
Bhorer Bani
মঙ্গলবার, ৩ জুন ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপির একক প্রার্থী আশরাফ উদদিন নিজান
প্রথম পাতা » রাজনীতি » লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপির একক প্রার্থী আশরাফ উদদিন নিজান
৩৪৮৩ বার পঠিত
মঙ্গলবার, ৩ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপির একক প্রার্থী আশরাফ উদদিন নিজান

আমজাদ হোসেন আমু, লক্ষ্মীপুর প্রতিনিধি ;

---
আগামী জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪(রামগতি-কমলনগর) আসনটি জাতীয়তাবাদী দল বিএনপির ঘাঁটি হিসোবে বেশ পরিচিত। ২০০১ ও ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতিকে জয় লাভ করেন এবিএম আশরাফ উদদিন নিজান। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন দৌড়ে একক প্রার্থী হিসেবে কেন্দ্রে আশরাফ উদদিন নিজান এগিয়ে রয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেন। এরই মধ্যে জাতীয় ঐক্যফন্ট থেকে সমাজতান্ত্রিক দল (জেএসডি)র সভাপতি আ স ম আব্দুর রব জোটের বিএনপি থেকে ধানের শীষ প্রতিক চাচ্ছে বলে জানা যায়।

সূত্রে জানান, বিগত জাতীয় সংসদ নির্বাচনে এবিএম আশরাফ উদদিন নিজান সিএফসি আব্দুর রব চৌধুরী, জেএসডির সভাপতি আসম আব্দুর রব, বিকল্প ধারা বাংলাদেশের মহসচিব মেজর(অব)আব্দুল মান্নানদের পরাজিত করে দু’বার সাংসদ নির্বাচিত হন। ২০০৮ সালে শেখ হাসিনার দল বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এলে টানা ১৬বছর স্বৈরাচারী আচারণে বিভিন্ন নাটকে জাতীয় নির্বাচনগুলো করেন। এরই মধ্যে ২০১৪সালে সিলেকশন ২০১৮সালে নৈশ্য ভোট, ২০২৪সালে ডামী নির্বাচনে ক্ষমতা দখল করেন আ’লীগ।

বিএনপি সূত্রে জানান, ২০০৮সালে বিএনপি সারাদেশে ৩১জন সংসদ সদস্য নির্বাচিত হন। সেসময়ে লক্ষ্মীপুর-৪ আসন থেকে এবিএম আশরাফ উদদিন নিজান জয়ী হন। ২০১৪সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি আন্দোলনে গেলে আ’লীগ সরকার কৌশলে “বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৩আসন” ভাগিয়ে নেন। সেসময় বিএনপিকে নির্বাচন থেকে দুরে ঠেলে দেয় আ’লীগ। ২০১৮সালের জাতীয় সংসদ নির্বাচনে জনসম্পৃক্ততা রক্ষায় বিএনপিসহ সমমনা দলগুলো জাতীয় ঐক্যফন্ট গঠন করেন। তখন লক্ষ্মীপুর-৪ বিএনপির ধানের শীষ প্রতিকে জেএসডির সভাপতি আ স ম আব্দুর রবকে নমীনেশন দেন এবং আ’লীগ সরকার “রাতের ভোটে” ক্ষমতা দখল করেন। ২০২৪সালে পূর্ণরায় বিএনপিকে বাহিরে রেখে আ’লীগ সরকার সারাদেশে “ডামি প্রার্থী’ দিয়ে নির্বাচন করে সরকার গঠন করেন। ২০০৮সাল থেকে ২০২৪সাল পর্যন্ত টানা ১৬বছর ক্ষমতা দখলে রেখে স্বৈরাচারে পরিনত হন। এবং শেখ হাসিনা সহ আ’লীগের নেতা-কর্মীরা ছাত্র-জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যান।

রামগতি উপজেলা বিএনপির আহবায়ক মো.জামাল উদ্দিন বলেন, এবিএম আশরাফ উদদিন নিজান ১৯৯৯সাল থেকে অদ্যবতি পর্যন্ত লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর)আসনে তৃণমুল মানুষের পাশে থেকে সুখ-দু;খ ভাগাভাগি করেন। সবশেষ ২০০৮সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে আ’লীগ সরকার দলের নেতা-কর্মীদের হামলা-মামলা দিয়ে জর্জরিত করেন। রামগতিতে ২৯টা মামলায় প্রায় ৮হাজার নেতা-কর্মী নির্যাতিত হয়েছে। অনেক নেতা-কর্মী দীর্ঘ দিন জেলও খেটেছেন। দীর্ঘ ২৭বছর তিনি দলের নেতা-কর্মীদের বুকে আগলে ধরে রেখেছে। তৃণমুল বিএনপির শেষ আশ্রয়স্থল এবিএম আশরাফ উদদিন নিজান। তার ঋণ বিএনপির নেতা-কর্মীরা শোধ করতে পারবে না। বিগত ১৬বছর তিনি সংসদ সদস্য ছিলেন না। তারপরও তিনি সুখে-দু;খে নেতা-কর্মীদের পাশে থেকে খোঁজ খবর নেন। হাঁটি হাঁটি পা করে নির্যাতিত নেতা-কর্মীদের আর্থিক মানসিক সহযোগিতা করেন। তার একক নেতত্বে বিএনপির হাজার হাজার নেতা-কর্মীরা আগামী নির্বাচনে তার জন্য সজাগ ও শক্ত অবস্থানে রয়েছে।

কমলনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরী বলেন, কমলনগরে বিগত ১৬বছরে স্বৈরাচার সরকারের ৭১ মামলায় বিএনপির প্রায় ১২হাজার নেতা-কর্মী শিকার হয়েছে। জেল খেটেছে, নির্যাতিত হয়েছে। হামলা তো প্রতিনিয়ত করেছে আ’লীগ। এবিএম আশরাফ উদদিন নিজান ছিলেন তৃণমুল নির্যাতিত বিএনপির অভিবাবক। তার আর্থিক মানসিক সহযোগিতা আ’লীগের জেল-জুলুম নির্যাতন থেকে রক্ষা করে তৃণমুল বিএনপির নেতা-কর্মীদের। কত হাহাকার, নির্যাতন, রাতে পুলিশ বাড়ি বাড়ি গিয়ে তল্লাশী, গণ গ্রেপ্তার, মামলা-হামলা, দিনের পর দিন কারাবরণ। আ’লীগের নির্যাতনের কথা বলে শেষ করা যাবে না। গত ১৬ বছর স্বৈরাচার আ’লীগের নির্যাতন থেকে এবিএম আশরাফ উদদিন নিজান বাচিঁয়েছে। নেতা-কর্মীদের পরিবারে খোঁজ নেয়া, তাদের আর্থিক সহযোগিতা সবই তার অবদান। আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে তার বিকল্প কেউ নেই। রামগতি-কমলনগরে ১০০টা মামলা হয়েছে। এতে প্রায় ২০হাজার নেতা-কর্মী আসামী হন।
তিনি আরও বলেন, এবিএম আশরাফ উদদিন নিজান সাংসদ নির্বাচিত হওয়ার পর রামগতি-কমলনগরে ব্যাপক উন্নয়ন করেন। তার আমলে সর্বোচ্চ উন্নয়নের ছোঁয়া লাগে। লক্ষ্মীপুর-৪আসনে বিএনপির প্রার্থী হিসেবে তার বিকল্প নেই।

জেএসডি সূত্রে জানান, সারাদেশে স্বৈরাচার হাসিনার আ’লীগকে ক্ষমতা থেকে হটাতে সমমনা দলগুলো জাতীয় ঐক্যফন্ট গঠন করেন। ২০১৮সালে বিএনপি সাবেক দু’বারের সাংসদকে বাদ দিয়ে আ স ম আব্দুর রবকে ধানের শীষ নমীনেশন দেন। তখন সরকার প্রশাসন দিয়ে নৌকা প্রতিকের প্রার্থীদের নৈশ্য ভোটে সাংসদ বানিয়ে ক্ষমতা দখল করেন। ২০২৪সালে আ’লীগ সরকার ক্ষমতা ধরে রাখতে ‘ডামী’ প্রার্থীর নির্বাচন করেন। এবং ৬মাসের মাথায় ছাত্র-জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যান। আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন চাচ্ছে আ স ম আব্দুর রব। আ স ম আব্দুর রব লক্ষ্মীপুর-৪ আসন থেকে ১৯৯৬সালে সাংসদ নির্বাচিত হয়ে শেখ হাসিনা সরকারে পক্ষে গিয়ে জোট বেঁধে সরকার গঠনও করেন তিনি।

এবিএম আশরাফ উদদিন নিজান বলেন, বিগত ২৭বছর রামগতি-কমলনগর উপজেলার খেটে-খাওয়া বিএনপির নেতা-কর্মীদের সাথে সুখে-দু;খে কাটিয়েছি। স্বৈরাচার হাসিনা সরকারে টানা ১৬টা বছর হামলা মামলায় জর্জরিত নেতা-কর্মীদের খোঁজ খবর রেখেছি। তাদের জুলুম নির্যাতন ভাগাভাগি করেছি। বিএনপির দু;সময়ে তাদের জন্য স্বপ্ন দেখেছি। একমুহুর্তের জন্যও হামলা-মামলায় নির্যাতিত নেতা-কর্মীদের ছেড়ে যায়নি। তাদের ছেড়ে কখনো দুরে থাকা হয়নি। সবসময় জননেতা তারেক রহমানের নির্দেশ এবং মমতাময়ী মা বেগম জিয়ার আদেশ পালন করেছি। যতদিন বেঁচে আছি জিয়া পরিবার ও রামগতি-কমলনগর মানুষের পাশে থেকে শেষ সময় কাটাঁতে চাই। লক্ষ্মীপুর-৪ আসনের গণমানুষের স্বপ্ন পূরণে অংশীদার হতে সবার দোয়া ও ভালোবাসা চাই।

এবিএম আশরাফ উদদিন নিজান, কেন্দ্রীয় বিএনপির সহ শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতির দায়িত্বে ছিলেন।

প্রসঙ্গত-লক্ষ্মীপুর-৪ রামগতিতে ৯ইউনিয়ন ও ১টি পৌরসভায় পুরুষ-মহিলা ২ লাখ ৭শ ৬১জন ভোটার রয়েছে। এদিকে, কমলনগরে ৯টি ইউনিয়নে ১লাখ ৭৫হাজার ৮শ ১৭জন ভোটার রয়েছে।



আর্কাইভ

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা