বুধবার, ৮ মার্চ ২০২৩
প্রথম পাতা » জাতীয় | সারাদেশ » পুলিশ তদন্ত কেন্দ্র সরাতে চিঠি, রাখতে গ্রামবাসি’র মানববন্ধন
পুলিশ তদন্ত কেন্দ্র সরাতে চিঠি, রাখতে গ্রামবাসি’র মানববন্ধন
![]()
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরের চৌধুরী বাজারে অবস্থিত ‘হাজিরহাট পুলিশ তদন্তকেন্দ্র’র ভবনটি ঝুঁকিপূর্ণ। যেকোন সময় হতে পারে দূর্ঘটনা। পুলিশ হেডকোয়ার্টার থেকে স্থানান্তরের নির্দেশনা চিঠি ইস্যূ হয়েছে। চলছে স্থানান্তরের প্রক্রিয়া। কিন্তু ভবনটি মোটেও ঝুঁকি পূর্ণ নয় দাবি করে মানববন্ধন করছে স্থানীয় গ্রামবাসিরা। তাদের দাবি ভবনটি মেরামত করলেই হবে। বুধবার সকালে উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর এর নেতৃত্বে সড়কের পাশে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে স্থানীয় গ্রামবাসি ও ব্যবসায়িরা উপস্থিত ছিলেন।
উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর বলেন, চৌধুরী বাজারে পুলিশ তদন্তকেন্দ্র হওয়ায় মানুষ শান্তিতে ও নিরাপদে বসবাস করছে। তদন্ত কেন্দ্রের ভবনটি ঝুঁকি পূর্ণ দাবি করে অনত্র্য সরাতে ষড়যন্ত্র চলছে। বর্তমান ভবনের মেয়াদকাল এখনো শেষ হয়নি। প্রয়োজনে মেরামত করতে পারে। ঝুঁকি পূর্ণের দায় সারাতে তদন্ত কেন্দ্র সরাতে হবে কেন..?
স্থানীয় ভাবে জানা যায়, কমলনগর থানা হওয়ার পূর্বে হাজিরহাটে ওই পুলিশ তদন্তকেন্দ্রটি স্থাপন করা হয়। পরবর্তিতে প্রধান থানা হওয়ায় হাজিরহাট পুলিশ তদন্তকেন্দ্রটি চৌধুরী বাজারে স্থানান্তর করা হয়। চর মার্টিন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের কক্ষে চরমার্টিন ও চরকালকিনি ইউনিয়নের আইন শৃঙ্খলা রক্ষার্থে চৌধুরী বাজারে পুলিশ তদন্ত কেন্দ্রের কার্যক্রম পরিচালিত হচ্ছে। কিন্তু দুই ইউনিয়নের আইন শৃঙ্খলার কথা বিবেচনা করলে তদন্ত কেন্দ্রটি স্থানীয় মুন্সিরহাট অথবা বলিরপুল এলাকায় হওয়ার প্রয়োজন ছিল।
হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাফর আহম্মদ বলেন, ইউনিয়ন পরিষদের কার্যালয়ে অস্থায়ীভাবে পুলিশ তদন্তকেন্দ্রের কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে ইউনিয়ন পরিষদের ওই ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ। ভভনের বিষয়টি কতৃপক্ষের নজরে আসলে স্থানান্তরে সিদ্ধান্ত হয় এবং মুন্সিরহাট এলাকায় স্থানান্তরের জন্য পুলিশ হেডকোয়ার্টার চিঠি ইস্যূ করেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সোলাইমান বলেন, উধ্বর্তন কতৃপক্ষের নির্দেশনায় ও চিঠির আলোকে পুলিশ তদন্তকেন্দ্র স্থানান্তর প্রক্রিয়া চলছে।
ভী-বাণী /ডেস্ক





আবুল হাসনাতের ‘বিদ্যাসাগর, জীবনানন্দ, নেরুদা ও অন্যান্য’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান
চার সমুদ্র বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত, লঘুচাপ নিম্নচাপে পরিণত
পুলিশের এসআই পদে নিয়োগ
লক্ষ্মীপুর-৪ আসনে তৃণমূল বিএনপি’র আস্থা আশরাফ উদ্দীন নিজান
জনপ্রতিনিধিদের সম্মানি ভাতা অসম্মানজনক
লাইলাতুল বারা-আত এর তাৎপর্য
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ দাবি করেন শিক্ষকরা
স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষক সমিতির কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন
লবণ চাষীর মূল্য নেই, লাভবান ব্যবসায়ী