বৃষ্টির ফোটা…
![]()
রক্তাক্ত দেহে তোমার অনুভূতি
সারাক্ষণ অস্থির আর খুনসুটি।
হ্নদয়ের আবেগ আর ঝরানো ঘাম
বিন্দু বিন্দু জলে গভীর সমুদ্র..।
তোমার চিন্তা আর ভাবনায়
কেন জানি ভিন্নতায় পরিপূর্ণ..।
হঠাৎ ছলনায়, তীব্রতর যন্ত্রণা
সইতে চে না কূল-কিনারা..।
দিগন্তের চাপ আর গহীনের আবেগ
শেষ করছে আমায়, তোমার-ই মোহে..।
কি সব বলছো..! কিভাবে সম্ভব..!
এমন তো কথা নয়, স-বি হবে জয়জয়।
আমার-ই রাত জাগা, তোমায় পাশে টানা
ভোর হলে স্বপ্ন রাঁধে, ক্লান্তিকাল হারিয়ে..।
তুমি কি তা ভাবছো..! যা হবার তাই হোক..
তাহলে কেন দিচ্ছো যন্ত্রণা.! কি হবে তা বুঝো না..?
প্রিয়,
বৃষ্টির ঝর ঝর শব্দ আজও কাঁনে বাজে
তুমি বলতে বৃষ্টি যেন না হারায়..।
আজ বৃষ্টি হচ্ছে তবে তুমি হারাচ্ছো
যা চেয়েছো যতটুকু আবেগ আর সম্ভবনা।
তুমি আত্নার সাথে কি করছো..!
আত্না তো মরার নয়..।
সে তো তোমায় ডাকে..প্রিয়..
থেকো জীবনে, ছেড়ো না মোরে
আমি একা তুমি ছাড়া, বিবেকহীন স্বপ্নরাজ্যে।
বৃষ্টির ফোটা আর আগুনের শিখা
দুটি শব্দ বিপরীত…
হ য় ত তোমার-ই নবাগত প্রজন্ম…
চোখের কোনে স্বপ্ন বুনে, ভাঙছে তা সুর বেতালে.
তুমি দেখছো আর কাঁদছো…।
আমজাদ হোসেন আমু… লেখক…






ভালোবাসার মানুষকে খুশি রাখতে করণিয়
বয়সে ছোট পুরুষের প্রেমে পড়ে কেন নারীরা..?
সঙ্গীনি কি পরকিয়ায় আসক্ত..? বুঝার উপায়
‘অচেনা গল্পের শুরু’ শেষ কোথায়..!
স্বামী হিসেবে আপনার যতগুন
রাস্তায় দৌড়াচ্ছে আর্জেন্টাইন পতাকা
বিশ্বের ১০০ জলবায়ু যোদ্ধার তালিকায় রফিকুল মন্টু
পায়ে চালিত রিকসা বন্ধ, আয়-রোজগার নাই, সংসার চলে না জয়নাল মিয়ার
বই মেলায় ইরানী বিশ্বাসের “বিষ পেয়ালা” প্রকাশিত