কমলনগরে আ’লীগ নেতা ভূমিদস্যু নুরুল করিম ডিবিতে আটক
![]()
লক্ষ্মীপুর প্রতিনিধি ;লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা আওয়ামী লীগ নেতা নুরুল করিম(প্রকাশ টলি করিম)কে আটক করে লক্ষ্মীপুর জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। শনিবার(৮ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার চর লরেন্স ইউনিয়নের করইতোলা এলাকা থেকে আটক করা হয়।
জেলা ডিবি পুলিশ এসআই মো.ফয়েজ জানান, আওয়ামী লীগ নেতা নুরুল করিমকে সন্ধ্যায় তার গ্রামের বাড়ি থেকে আটক করা হয়েছে। তিনি ডিবি কার্যালয়ে রয়েছেন। নুরুল করিমের বিরুদ্ধে নানা রকম অভিযোগ রয়েছে। তাকে কোন মামলায় আটক করা হয়েছে জানা যায়নি।
নুরুল করিম কমলনগর উপজেলার চর লরেন্স ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্যের দায়িত্বে রয়েছে। তিনি উপজেলার চর লরেন্স ইউনিয়নের স্থায়ী বাসিন্দা আব্দুর রবের পুত্র। তার বিরুদ্ধে করইতোলা বাজারের খাস জমি, মালিকানা জমি আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে জবর দখলের নানা অভিযোগ রয়েছে।
স্থানীয় রোকন নামে ব্যক্তি জানান, নুরুল করিম এক সময় টলি দিয়ে গাছের কাজ করতেন। পরে বিদেশ গিয়ে ফেরত আসেন। আওয়ামী লীগে যোগ দিয়ে মাত্র দু’বছরে করইতোলা বাজারে সরকারি জমি, মালিকানা জমি দলের প্রভাব দেখিয়ে জোর পূর্বক দখল করে নিজের নামে মার্কেট নির্মান করেন। বাজারের গণশৌচাগার দখল করেন। তার বিরুদ্ধে নানা রকম দখল বানিজ্যের অভিযোগ রয়েছে। দলের প্রভাবে রাতারাতি কয়েক কোটি টাকার মালিক বনে যান নুরুল করিম।






প্রকাশিত সংবাদের প্রতিবাদ
খুঁইজেন না বয়ফেন্ডের লগে আছি-নিখোঁজ তরুনী
কমলনগরে সড়ক দূর্ঘটনায় সিএনজি চালক নিহত
কমলনগরে মহিলা দলের ঐতিহাসিক বর্ণাঢ্য শোভাযাত্রা
অধ্যক্ষের বিরুদ্ধে বই বিক্রির অভিযোগ, কমলনগরে সাংবাদিকদের সাথে অধ্যক্ষের মতবিনিময়
কমলনগরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কমলনগরে রাতভর জেলেকে নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩
পাঁচ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু
দেশের মানুষ পিআর পদ্ধতি চায় না : বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম
কমলনগরে স্বেচ্ছাসেবক দলের র্যালী ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম